আমার ছোট এ জীবন চলার পথে অনেক মানুষের সাথেই পরিচিত হয়েছি! অনেকের ব্যাপারে অনেক রকম ধারনা ছিলো আমার তারা হতে পারে আমার আত্বীয়স্বজন, চাচা-জেদা বা সম্মানিত ব্যক্তিত্ব ! তাদের প্রতিটা কথা কে আমি আমার চলার পথে অনেক মূল্যবান মনে করে চলেছিলাম, তাদের কাথায় ভেবে নিতাম আমার জীবন এই বুজি পরিবর্তন হয়ে গেলো। মানুষ কতটা নিচ হতে পারে ঐ রকম ব্যবহার ও তাদের কাছ থেকে উপহার পেয়েছি, হয়ত কাউকে অ-সম্মান করে বলছি না, তার পরেও যদি তারা বুজতে পারে।
কাউকে জীবনে অপমান করেছি বলে মনে হচ্ছে না তবে, অনেকের জন্য অপমানিত হয়েছি। যেখানে কথা বলার সেখানেও চুপ থেকেছি শুধুমাত্র সম্মান করতাম বলে, কিন্তু জানা ছিলো না, সবাই নিজের সম্মানের স্থান টা বজায় রাখতে পারে না তারা ব্যর্থ নিজেকে নিজে সম্মান করতে জানে না।
ঐ রকম কিছু মানুষের জন্য আমি এখন অনেকের মূল্যবান কথা কে ও মূল্য দিতে ভুলে গেছি।
আমার জীবনে শুরুটা হয়তো সম্পূর্ণ ভাবে মনে নেই কিন্তু যখন থেকে বুজ হয়েছে সব কিছুই মনে রয়েছে। তাদের কাউকে কখনও ভুলতে পারবো না চেষ্টা করলেও, তারা আমার কাছে ততটাই ঘৃণিত থাকবে যতটা ঘৃণার কাজ করেছে।।
নোট: হটহাট তাদের কথা মনে পরলো তাই..।
No comments:
Post a Comment
Thank You, For Your Comment.